Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 22110 views

Subject : মসজিদ পুননির্মাণ ও আর্থিক সহায়তার আবেদন

Avatar

Written By : Sharif Hosan

আসসালামু আলাইকুম

মাননীয় এমপি  মহোদয়

আমি সোনারগাঁ পৌরসভার ৩ নং ওয়ার্ড এর টিপরদি গ্রামের একজন বাসিন্দা । আমাদের গ্রামের একমাত্র মসজিদ টি খুবই ঝুঁকিপূর্ণ ।

সেখানে একসাথে অনেক মানুষ ঝুঁকির সাথে নামাজ আদায় করেন ।মসজিদের তুলনায় মানুষ বেশি হওয়ায় , মসজিদের ছাদের উপরেও খুব প্রেসার পরে । এর ফলে ঝুঁকি আরো বেড়ে যায় ।

  অনেক সময় গ্রামের বিত্তবানরা মিলে পুননির্মাণ এর চিন্তা করলেও , আর্থিক দিক বিবেচনা করে পিছু হটতে হয় ।কেননা একটা দ্বিতল মসজিদ করতে প্রচুর অর্থ প্রয়োজন ।

 এমতাবস্থায় এমপি মহোদয় এর কাছে গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন ,ডিজিটাল সোনারগাঁ গড়ার লক্ষে আপনার গৃহীত উদ্যোগের পাশাপাশি , আমাদের  আর্থিক সহায়তা করে মসজিদ নির্মাণে সহায়তা করুন ।

গ্রামবাসীর পক্ষে 

মো : শরীফ হোসেন