View Question 2345 views

Subject : ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে ফরিদপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুপান্তর চাই।

Avatar

Written By : amit paul

মাননীয় এমপি, প্রথমেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। 

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১০ সালে চালু হয়। ২০১৩ সাল থেকে এ কলেজে শিক্ষা কার্জক্রম শুরু হয়। কিন্ত এখনো পর্যন্ত এ কলেজে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। পলিটেকনিকের কিছু শিক্ষক দিয়ে এ কলেজের শিক্ষা কার্জক্রম চলছে। শিক্ষক স্বল্পতা এবং শিক্ষকদের বি.এস.সি পড়ানোর অভিজ্ঞতা না থাকায় ছাত্র ছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেশনজটের কারনে দিনের পর দিন পরীক্ষা পিছাচ্ছে, ক্লাস হচ্ছে না। তাই আপনার কাছে আবেদন, এ কলেজে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করুন। এবং এ অঞ্চলে কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই। এ কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি জানাচ্ছি । 

বিনীত,

অমিত পাল