View Question 2609 views

Subject : পদ্মা নদীর তীব্র ভাঙ্গন ও শরীয়তপুরের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কার্যকর কোন পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? কোন প্রতিশ্রতি নয় বাস্তবায়ন দেখতে চাই

Avatar

Written By : Mahamudul Hasan Shakury

মাননীয় সাংসদ শুভেচ্ছা নিবেন।

আমি মাহমুদুল হাসান শাকুরী। আপনার সংসদীয় এলাকার সবচেয়ে অবহেলিত জনপদ সদ্য বিলুপ্ত জাজিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। আপনি জানেন পদ্মা আমাদের আশপাশের বিভিন্ন জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠান গ্রাস করে নিয়েছে। পথে বসিয়েছে হাজার হাজার মানুষকে। এখনও নদী ভাঙ্গছে অনবরত ।

২০০৮ সালে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার মাধ্যমে এদেশের মানুষ আশায় বুক বেধে ছিলো, নদী ভাঙ্গনের সমাধান হবে কিন্তু সে আসার বাস্তবায়ন গত ৯ বছরে হয়েছে কি? নদী আর কত ভূমি গ্রাস করলে আমরা শরীয়তপুরের মানুষ পালেরচর থেকে সুরেশ্বর পর্যন্ত বাধ দেখতে পাবো?

পালং ও জাজিরায় এখন নিয়মে পরিনত হয়েছে ২৪ ঘন্টায় ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের অধ্যয়ন। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। নাকাল হয়ে উঠেছে জনজীবন। এই সমস্যার কার্যকর সমাধান আমরা পাবো কি?

বিনীত

মাহমুদুল হাসান শাকুরী

সাংবাদিক ও সমাজ উন্নয়নকর্মী