Syeda Saira Mohsin -সৈয়দা সায়রা মহসীন
Former/Previous MP
Maulvibazar-3 , Maulvibazar
Bangladesh Awami League
Ambassador
View Question 6872 views
Subject : রাস্তা পাকাকরণ প্রসঙ্গে।
Written By : PORETUS DEY
মাননীয় এমপি মহোদয়, মৌলভীবাজার জেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর অর্ন্তভূক্ত শ্যামেরকোনা (উত্তর) গ্রাম। শ্যামেরকোনা লংঙ্গুরপুল এলাকা থেকে বাগেরঘর জামে মসজিদ পর্যন্ত একটি (প্রায় ১.৫ কিমি) আধা কাচা ইট সলিং রাস্তা রয়েছে এবং সে রাস্তা দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন। রাস্তার পাশে শ্যামেরকোনা হিন্দুদের আখড়া ও বাগেরঘর জামে মসজিদ রয়েছে। আশেপাশের গ্রাম যেমন জালালপুর এলাকার মানুষ ও এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এলাকার স্কুল গামী ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অত্র গ্রামের বেশীরভাগ মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং সব সময় ই আওয়ামীলীগের ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। আওয়ামী সরকার মতায় থাকার পর বিগত ৮ বছরে এই রাস্তার মাত্র দুটি অংশ ইট সলিং হয়েছে। গত বছর আরো কিছু অংশ ইট সলিং হয়েছে কিন্তু লংগুরপুল এলাকা থেকে প্রায় অর্ধেক রাস্তার ইট সলিং এর বেহাল দশা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী এই রাস্তাটি যেন পাকা করা হয়। এতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
Written By : Syeda Saira Mohsin -সৈয়দা সায়রা মহসীন
Written By : PORETUS DEY