View Question 2793 views

Subject : নদী ভাঙ্গন রোধে করণীয়

Avatar

Written By : Amanulla Aman

জনাব,

আসসালামুয়ালাইকুম আশা করি ভালো আছেন, আমি আমানউল্লাহ আমান আমার এমপির মাধ্যমে আপনার কাছে আমার প্রশ্ন,  বড়িকা ইউনিয়নের ধরাভাংগা সোনাবালুয়া এবং নুরজাহানপুরের নদী ভাঙ্গন রোধে কি কি পদক্ষেপ গ্রহণ নিয়েছেন,গত দশ বছরে অনেক ফসলি জমি বসত বাড়ি নদীর মাঝে বিলীন হয়ে গেছে, আপনি কি মনে করেননা ,মেগন নদীতে বাঁধ দেওয়া জরুরি,এই নয় বছরে আপনি কেন? কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই।আমরা বড়িকান্দি ইউনিয়ন বাসী চাই আপনি অতি তাড়াতাড়ি এই নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ,

জয় বাংলা জয় বঙ্গবন্ধু