View Question 1650 views

Subject : ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা তিতাস সেতু এখন দখলদারদের খপ্পড়ে

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

প্রধানমন্ত্রীর নামের সেতু এখন হকার ও চালকদের দখলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদীর ত্রিমোহনায় এই সেতুটির নাম শেখ হাসিনা তিতাস সেতু। প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু।

কিন্তু পুরো সেতুটি এখন হকার ও সিএনজি ও অটো চালকদের দখলে। সেতুর উপর দিয়ে যাতায়াতের সময় মনে হয় ভুল বশত কোন বাজার বা মেলার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। সেতুটির উপরেই অটো রিকশা, সিএনজি ইত্যাদির পার্কিং। রয়েছে ফুচকা, চটপটি, খেলনা ইত্যাদিসহ প্রায় শ' খানেক অস্থায়ী দোকান। সেতুর উপরে উঠলে এখন আর বুঝার উপায় নেই যে, সেতুটি কি আদৌ যানবাহন চলাচলের জন্য বানানো হয়েছে নাকি! মেলা বসানো হয়েছে। সেতুর বেদখলের কারণে যানবাহন যাতায়াতে যাত্রীদের দীর্ঘক্ষণ জানজটে ভুগতে হয়। আর যারা পায়ে হেটে সেতু পার হন তাদেরতো ভোগান্তিরই শেষ নেই।
 
ভিডিওটি গত ৬ জুন দুপুর ১টা ৫০ মিনিটে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন।
 
এ বিষয়ে কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা সেলিমা আহমাদ ও ব্রাহ্মনবাড়িয়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম-এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।
 
বিনীত