View Question 1868 views

Subject : বেড়ী বাঁধ সংস্কার প্রসঙ্গে

Avatar

Written By : Shomrat hanif

মাননীয় মন্ত্রী, আমার সালাম রইল। 

আমি আপনার  নির্বাচনী এলাকার একজন ভোটার। আমার  ইউনিয়ন ০২ নং ইউনিয়ন পরিষদ । আমার গ্রাম নবীপুর । বাগানবাড়ী ইউনিয়নের   কালির বাজান থেকে সাদুল্লাপুর ইউনিয়ন এর বেলতলী বাজার পর্যন্ত দিকে যে রাস্তাটি গিয়েছে তার দূরত্ব ২-২.৫কিঃ এরও কম । এই রাস্তাটির উপর ৪-৫ টি গ্রামের যোগাযোগ নির্ভরশীল ।  বর্তমানে  রাস্তাটির এমন অবস্থা যে ১ টি রিক্সা চলার ও অযোগ্য হয়ে দাড়িয়েছে । অথচ এই রাস্তাটা দিয়ে প্রতিদিন প্রায় হাজারের অধিক মানুষজন  যাতায়াত করে থাকেন  । রাস্তাটির বেহাল দশার কারনে এখান দিয়ে কোন প্রকার যানবাহন যাতায়াত করতে পারে না । স্কুলগামী কোমলমতি বাচ্চাদের এই রাস্তা পেড়িয়ে স্কুলে পৌছাতে প্রচন্ড বেগ পেতে হয় । ব্যবসায়ীরা তাদের মালামালগুলো ও পরিবহন কোড়টে পাড়েণ ণা 

অতএব, আপনার কাছে অনুরোধ যতো দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করে দেয়ার ব্যবস্থা করিলে এই এলাকার হাজার হাজার জনগন আপনার কাছে আবারও কৃতজ্ঞ হবে ।

ধন্যবাদ ।