View Question 1866 views

Subject : হাজিগঞ্জ ও শাহরাস্তি এলাকাজুড়ে শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষ তদারকি।

Avatar

Written By : MD. SHAHADAT HOSSAIN

জনাব, আমি আপনার নির্বাচনী এলাকার একজন সাধারণ নাগরিক। মহান মুক্তিযুদ্ধের একজন বীর হিসেবে আপনাকে নিয়ে গর্ব করি। আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে না পারাটা আমার ব্যর্থতা। যাইহোক, আমি হাজিগঞ্জ থানাধীন মালীগাঁও গ্রামের বাসিন্দা এবং মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। আমার গ্রামের এই বিদ্যালয়ে কোন অবকাঠামোগত উন্নয়ন হয় নি গত এক দশকে, যেখানে পার্শ্ববরতী অন্য বিদ্যালয় গুলোর যথেষ্ট পরিবর্তন হয়েছে। লোকমুখে কথিত আছে এখানকার উন্নয়নে যত বাজেট হয়, উপর মহল (থানা কর্মকর্তা), বিদ্যালয় কমিটি, শিক্ষক পর্যায়ে ভোগ করা হয়। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা যায় কি? বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা দিন দিন অবনতি হচ্ছে, শ্রদ্ধেয় শিক্ষকগণ বিদ্যালয়ে রাজনীতি চর্চা নিয়ে ব্যস্ত, ক্লাসে পরাতে গিয়ে ঘুম, কোচিং করানোয় ব্যস্ততা, স্বেচ্ছাচারিতা বিদ্যালয়টির পাঠদান কে দূর্বল করছে। এমন পরিস্থিতিতে আপনার কঠোর ব্যবস্থাই পারে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যালয়ের ছাত্রদের সুশিক্ষা গ্রহনের সুযোগ করে দিতে। আপনি কি অনুগ্রহ করে বিদ্যালয়টির নিরপেক্ষ তদন্ত করে এর প্রতিবন্ধকতা গুলো দূর করে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করে এলাকার ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন?

বিনীত নিবেদক

মো: শাহাদাত হোসেন মালীগাঁও,

হাজিগঞ্জ, চাঁদপুর।