View Question 1837 views

Subject : ডাস্টবিনের ব্যবস্থা করন সম্পর্কে।

Avatar

Written By : Hasan Mahmud

আসসালামু আলাইকুম।

জনাব, আমি আপনার নির্বাচনী এলাকার একজন ছোট্ট নাগরিক।

আজ যে বিষয়টি মেনশন করছি সেটি হচ্ছে আমাদের শহরের পরিচ্ছন্নতা সম্পর্কে।

আমাদের ফেনী জেলার দিন দিন উন্নতি হচ্ছে, একই সাথে হচ্ছে দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলারও। কিন্তু নানান মানুষ নানান কারণে হাঁটা-চলার সময় বা যে কোনভাবে শহরটাকে দিনকে দিন নোংরা করা যাচ্ছে। এর অন্যতম কারণ অসচেতনতা ও ডাস্টবিন না থাকা।

তাই আমি এমপি মহোদয়কে অনুরোধ করব অত্যাধুনিক ডাস্টবিন ব্যবস্থা করতে এবং তা সবসময় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করুন।

তবে ডাস্টবিনগুলো যেন কোনভাবেই ঢাকা সিটি কর্পোরেশনের দেয়া এই সাধারন ডাস্টবিন না হয়। তাহলে ১/২ মাসের মধ্যেই বিনগুলোর অস্তিত্ব থাকবে না।