View Question 3226 views
Subject : সেশন ঝট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে।
Written By : Jasim Uddin Badol
জনাব, সালাম ও শুভেচ্ছা গ্রহন করবেন। আমি জসিম উদ্দিন (বাদল), চাটখিল পাঁচগাও সরকারী মাহবুব কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র।আমি ২০১৪ সালে অত্র কলেজে BSS ১ম বর্ষে ভর্তি হই। কিন্তু দুঃখ জনক হলেও সত্য অামাদের প্রথম বর্ষের পরিক্ষা অনুষ্ঠিত হয় ২০১৬ সালে, অর্থাৎ ২ বছর পর। এই পরিক্ষার রেজাল্ট দেয় ২০১৭ সালে।এই ভাবে যদি চলতে থাকে তাহলে আমার ডিগ্রী কমপ্লিট করতে সময় লাগবে অারো ৫ বছর।মোট লাগছে ৭ বছর। অথচ কোর্সটি মাত্র ৩ বছরের। আপনার মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি কামনা করছি। বিষয়টি অারো ভালো ভাবে অবগত হয়ে সংসদে উত্থাপন করলে হয়ত আমাদের এই শিক্ষা জীবনের ৩ টি বছর বেঁচে যাবে। আপনার সদয় উত্তর আশা করছি।
Written By : H.M. Ibrahim - এইচ এম ইব্রাহিম
আসসালামুয়ালাইকুম
প্রিয় বাদল,
সেশনজট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি ততবেশি উন্নত। আর তাই বর্তমান সরকার আধুনিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রনয়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার অবগতির জন্য জানাইতেছি যে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অতীতের মতো আর সেশনজট নেই। বর্তমান সরকারের অধীনে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও উন্নয়নের ফলে সেশনজট লক্ষণীয়হারে কমে এসেছে। শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য মতে অচিরেই সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে সেশনজট মুক্ত হবে। আপনার উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
ধন্যবাদান্তে,
এইচ এম ইব্রাহিম
সংসদ সদস্য, নোয়াখালি-১
সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,
সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।