View Question 1656 views

Subject : LGED এর অন্তর্ভুক্ত রাস্তা কাঁচা রাস্তা পাকাকরণ

Avatar

Written By : Anisur Rahman

আমি আনিছুর রহমান,আমি চাটখিল উপজেলার পাঁচ নং মোহাম্মদপুর ইউনিয়ন এর অন্তর্গত ৩নং ওয়াডের শোল্লা গ্রামের  ছেলে। আমাদের ৩ নং ওয়াডের অন্তর্গত নোয়াপাড়া প্রাইমারী স্কুল থেকে জষড়া গ্রামের উপর দিয়ে জষড়া কেন্দ্রীয় মসজিদ এবং জষড়া মাদ্রাসার পাশদিয়ে শোল্লা পূর্ব পাড়া জামেমসজিদ এবং শোল্লা প্রাইমারী স্কুলের পাশদিয়ে শোল্লা-মোহান্মদপুর সড়ক পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক   গত কয়েক বছরে বছরে সাধান মানুষের বেহাল অবস্তা দেখে স্থানীয় চেয়ারম্যান তার নিজস্ব বরাদ্দ থেকে ১০০ মিটার করে কয়েক দফায় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত  ইটের সলিং করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জায়গায়  সলিং এবং ভাঙ্গনের কারনে জনসাধারণের পায়ে হেঁটে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এই সড়ক টির পাশে ২ টি প্রাইমারী স্কুল , ২ টি মসজিদ এবং ২টি মাদ্রাসা থাকার কারনে প্রতিদিন হাজার  হাজার ছাত্র এই রাস্তাদিয়ে আসা যাওয়া করা লাগে, এই রাস্তা টুকু এর আগে অনেক জনপ্রতিনিধি কাজ করে দেওয়ার আশ্বাস  দেওয়া পর উপজেলা এল জি ইডি অফিসের কর্মকর্তা গন অনেকবার পরিমাপ করে নেওয়ার পরেও কোন রকম কোন অগ্রগতি হয় নাই। এমতা অবস্থায় এমপি মহোদয় কাছে এলাকার জনসাধারণের পক্ষ থেকে আমাদের একটাই চাও  আমাদের এই সড়ক নিয়ে এমপি মহোদয়  কোন ব্যবস্থা নিবেন কি না, এবং এলাকা বাসি কখন এই বেহাল অবস্থা  মুক্তি পাবে।