
Ambassador
View Question 2825 views
Subject : সেনবাগ ফাযিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন প্রসংগে

Written By : shah imtiaz
মাননীয় সাংসদ, আমি সেনবাগ ফাযিল মাদ্রাসার ফাযিল বিভাগের একজন নিয়মিত ছাত্র। জনাব সেনবাগ ফাযিল মাদ্রাসাটি সেনবাগ শহরের একটি অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যেটি ১৯৪০ সালে স্থাপিত হয়।অধ্যবদি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে এই এলাকার দাখিল, আলিম ও ফাযিল শিক্ষা দিয়ে আসছে। বহু দিন যাবত এই প্রতিষ্ঠানে অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। এই মাদ্রাসায় প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে এতো ছাত্র ছাত্রী দের জন্য নেই কোন ভাল টয়লেট । এতে করে প্রয়োজনে ছাত্রীরা মাদ্রাসার পাশের বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহার করে। এইখানে নেই কোন মসজিদ ও অযুখানা। তাই এই মুহুর্তে একটি নতুন ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা টয়লেট, একটি মাদ্রাসা মসজিদ সাথে অযুখানা অতীব জরুরী হয়ে পড়েছে। আমরা সাধারন শিক্ষার্থীরা আপনার পূর্বের বিভিন্ন উন্নয়নকাজ সম্পর্কে অবগত। তাই আপনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান করে দেড় হাজার শিক্ষার্থীদের এই দাবি বাস্তবায়ন করবেন বলে আমরা আশা করি।
Best Regards
Shah imtiaz

Written By : Morshed Alam -মোরশেদ আলম