View Question 2080 views

Subject : সেনবাগ উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে সি,সি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে

Avatar

Written By : zia ul haque

মাননীয় সংসদ সদস্য মহোদয়,

আপনার সংসদীয় আসন সেনবাগ - সোনাইমুড়ি ( আংশিক) এ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ক্লোজ সার্কিট ক্যামেরা এর আওতায় আনা জরুরি। আপনার আসনের আইন শৃংখলা পরিস্থিতি, জনগনের নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা, চুরি, ডাকাতি, ইত্যাদি বিষয়গুলি রোধ করার জন্য উপজেলার বিভিন্ন স্থান যেমন সেনবাগ শহরের হসপিটাল গেইট, উপজেলা গেইট, সুলতান প্লাজা সংলগ্ন, থানার মোড়, খাদ্য গুদাম গেইট, ফাযিল মাদ্রাসা ও ডাক বাংলা স্থানগুলোকে আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষনিক নজরদারিতে আনতে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এতে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।

ধন্যবাদ

Zia ul haque