View Question 2308 views

Subject : সেনবাগে খাল খননে আপনার করণীয় কিছু আছে কি??

Avatar

Written By : আবদুল হান্নান

জনাব মোরশেদ আলম এমপি মহোদয়,

আমার নাম আবদুল হান্নান। ৩নং ডমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পরিকোট গ্রামে। আমি একজন ছাত্রলীগ কর্মী। এমপি মহোদয় আমাদের সেনবাগে বিএনপির আমল থেকে কোন ধরনের খাল খননের ব্যবস্থা গ্রহন করা হয়নি। বর্তমানে আপনি আওয়ামীলীগের প্রতিনিধি হিসেবে দীর্ঘ ১০ বছর যাবত এমপি হিসেবে নিযুক্ত আছেন। সেনবাগে উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিম উন্নয়ন দ্বারা অব্যহত রেখেছেন। যা সাবেক এমপি কখনো করেনি। তারা নিজেদের এলাকা এবং দক্ষিন অঞ্চলের উন্নয়ন করেছে। কথাটি এই জন্যই বলেছি কারন আমি উত্তর অঞ্চলের বাসিন্দা। আপনি বর্তমানে উত্তর অঞ্চলের জন্য যথেষ্ট উন্নয়ন মূলক কাজ করেছেন। কিন্তু আমাদের কানকিরহাট থেকে ছাতারপাইয়া হয়ে সোনাইমুড়ি পর্যন্ত যে খালটি অবস্থিত সেটি খননের কোন ব্যবস্থা বা পানি যাওয়ার জন্য করণীয় কিছু আছে কিনা জানাবেন। এই খালটি ভরাট হয়ে গেছে এই কারনে পরিকোট, বীরকোট, পলতি, মতইন, কেশারপাড়, ছাতারপাইয়া তথাপি ৩নং ইউনিয়ন, ২নং ইউনিয়ন, ১নং ইউনিয়নের বর্ষাকালের পানি, বৃষ্টির পানি বর্তমানে নেমে যায় না। যার কারনে দুই বছরে প্রচন্ড কৃষি জমিন এবং কৃষকের অনেক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। আর একটি কথা বলবো খালটির উপরে অনেক দোকান-পাট রয়েছে এগুলো থাকুক। কেননা কৃষকের ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীদের ক্ষতি হতে হবে তা একেবারেই অনুউচিত। শুধু আপনি এটি পরিদর্শন করে খালটির যেসব যায়গায় উঁচু হয়ে গেছে ও যেসব যায়গায় খালের পাড়ে বাড়ি করেছে, ব্রিক ফিল্ড করেছে কিন্তু ব্রিজ করেনি বরং খালটির উপরে মাটি দিয়ে চলাচল করছে তার একটা ব্যবস্থা করে দিন। যেন অন্তত পানি স্রোত যায়। অত্র অঞ্চলের পানি নেমে যায় সেই ব্যবস্থা করে দিন। যেমন সাপও মরে, লাঠিও না বাঁঙ্গে।

ধন্যবাদ আপনাকে।