View Question 2303 views

Subject : মাদক মুক্ত নোয়াখালী চাই

Avatar

Written By : Wait Rana

আমার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নে । গত কয়েক বছর যাবত নোয়াখালীতে মাদকের হার খুব বেশি পরিমাণে বেড়ে গেছে ,প্রায় বেশীর ভাগ যুব সমাজ এই মাদকের প্রতি আসক্ত হয়ে পরেছে। আমরা সবাই মিলে ছাইলে অবশ্যই এটা নির্মূল করতে পারি, নোয়াখালীকে একটা মডেল জেলা হিসেবে রূপান্তর করতে পারি।

তাই আপনার কাছে অনুরোধ আপনি এই বিষয়টা দেখবেন, এবং নোয়াখালীকে মাদকমুক্ত করবেন।

ধন্যবাদান্তে

মোহাম্মাদ সোহেল রানা

Avatar

Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন

Public

ধন্যবাদ সোহেল রানা, আমার এমপি ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিকর মাদকের আসক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উপস্থাপন করার জন্য।

আমাদের যুব সমাজের মাদকের আসক্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এতে করে আমাদের সমাজে অপকর্ম ও অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতা বেড়েছে। মাদক একটি সামাজিক ব্যধিতে রূপান্তরিত হয়েছ। মাদক নির্মূলের বিষয়ে আমি বেগমগঞ্জের প্রশাসনের সকল বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যার ফলশ্রুতিতে গত ০৩ বছর বেগমগঞ্জে মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাকে মোবাইল কোর্ট ও আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বেগমগঞ্জে মাদক নির্মূলে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ধন্যবাদান্তে,

(মোঃ মামুনুর রশীদ কিরন)
সংসদ সদস্য
২৭০, নোয়াখালী-৩
বাংলাদেশ জাতীয় সংসদ