View Question 1798 views

Subject : নোয়াখালীতে হাসপাতালের বাগান দখল করে গাড়ি স্ট্যান্ড ও পাবলিক টয়লেট নির্মাণ !

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি 

শুভেচ্ছা নিন।

নোয়াখালীর মাইজদীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেষজ বাগানের নির্ধারিত জায়গা দখল করে গড়ে উঠেছে সাইকেল,মটরসাইকেল স্ট্যন্ড ও পাবলিক টয়লেট। একসময় এই জায়গায় নানারকমের ভেষজগুণ সমৃদ্ধ উদ্ভিদ ও গাছপালায় ভরপুর ছিল। কিন্তু এই নির্ধারিত জায়গাটিতে বর্তমানে কোন ভেষজ উদ্ভিদ বা গাছপালার চিহ্নমাত্র নেই। সব উদ্ভিদ উজাড় করে সেখানে পার্কিং করার জন্য একটি সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়েছে এবং প্রতিটি মটরসাকেলের জন্য ২০ টাকা, এবং প্রতিটি সাইকেল বাবদ ১০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে মসজিদ কমিটির নামে! সেই সাথে হাস্পাতালের নির্দিষ্ট ভবন গুলোতে প্রয়োজনমত টয়লেট-গোসলখানা থাকা সত্বেও একটি পাবলিক টয়লেট স্থাপন করে উক্ত স্থানটি দখল করে রেখেছে স্থানীয় ক্ষমতাবানরা! হাসপাতালে আসা লোকজন এখানে নিয়মিত চাঁদাবাজির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে ! ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার গত ২৮শে জুন ২০১৯ তারিখে ধারণ করেন ! এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে !

বিনীত

আমারএমপি