View Question 4404 views

Subject : ভি.আই.পি-২৭ বাস সার্ভিস বিষয়ে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় মন্ত্রী মহোদয়, আমার এমপি'র পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়টি আপনার নজরে আনার আবেদন জানাচ্ছি। 

গাজীপুরের জয়দেবপুর থেকে আজিমপুর পর্যন্ত একটি সিটিং সার্ভিস আছে নাম ভি.আই.পি-২৭। জয়দেবপুর থেকে উত্তরা,এয়ারপোর্ট এর ভাড়া ৫০ টাকা দূরত্ব ১৮-২২ কি:মি হবে।আবার এয়ারপোর্ট এর পরে যেখানেই নামেন ভাড়া সত্তর টাকা।এটা কি নৈরাজ্য নয়?

আশা করি দ্রুত এই নৈরাজ্যের এর সমাধান করে জনগণের ভোগান্তি দুর করবেন।

বিনীত

আমার এমপি এডমিন টিম