View Question 2049 views

Subject : হাতিয়ার নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের কোন কার্যকর উদ্যোগ রয়েছে কিনা।

Avatar

Written By : Omayer Rahman Bhutto.

হাতিয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য ব্লক বাঁধ নির্মানের ব্যপারে বহুদিন থেকে বিভিন্ন পরিকল্পনার কথা লোকমুখে শুনে আসছি। কিন্তু নির্ভরযোগ্য কোন সূত্র থেকে বিশ্বাসযোগ্য কোন তথ্য হাতিয়ার নদী ভাঙ্গন কবলিত ও ভাঙ্গন আতংকগ্রস্থ মানুষ পাচ্ছেনা। মাননীয় এমপি মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই নদী ভাঙ্গন রোধে কার্যকর কোন উদ্যোগ আদৌ সরকারের বিবেচনায় রয়েছে কিনা এবং থাকলে সেটি কবে নাগাদ আলোর মুখ দেখবে?

Best Regards

Omayer Rahman Bhutto.