Ambassador
View Question 1905 views
Subject : মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে বেড়িবাঁধ নির্মাণ প্রসঙ্গে
Written By : Riad Mohammad Sakib
তারিখঃ ১১ ই জুলাই ২০১৯
বরাবর
মাননীয় এমপি মহোদয়,
কক্সবাজার -২
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা হই। আমাদের ১৮ বর্গকিলোমিটারের ইউনিয়নটিতে প্রায় ১ লক্ষাধিক মানুষের বসবাস। উক্ত ইউনিয়নটিকে পশ্চিমে বঙ্গোপসাগরে কবল থেকে রক্ষাকারী বেড়িবাঁধের অবস্থা খুবই আশংকাজনক। বর্ষা মৌসুমের শুরুতে এই গুড়িগুড়ি বৃষ্টিতে বেড়িবাঁধ টি প্রায় সাগরের পানির সাথে মিশে গেছে। এই মহূর্তে যদি মাননীয় এমপি মহোদয় উক্ত বেড়িবাঁধ টি রক্ষা করার কোনো প্রদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে চলতি বর্ষা মৌসুমে মাতারবাড়ী ইউনিয়ন টি প্লাবিত হওয়ার সম্ভবনা বেশি। সুতরাং, পরিশেষে খুবই স্বল্প সময়ের মধ্যে মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করতেছি। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের উত্তর আশা করতেছি.?
মাতারবাড়ী জনসাধারণের পক্ষথেকে-
রিয়াদ মোহাম্মদ সাকিব