View Question 1727 views

Subject : একটি অবহেলিত রাস্তা পাকাকরণের আবেদন.............

Avatar

Written By : Md Tamzidul Mowla Tanin

মাননীয় এম.পি মহোদয়,

আমি মোঃ তামজিদুল মাওলা, ওয়ার্ড নং -২, মুছাপুর ইউনিয়ন, পূর্ব সর্দার পাড়ার সাধারণ মানুষের হয়ে বিনীত নিবেদন রাখছি..............

 বিগত ৩০ ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ আপনাকে বিপুল আগ্রহে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনার প্রতি বিশ্বাস ও ভালোবাসা এই এলাকার মানুষ স্বতস্ফূর্তভাবে প্রদর্শন করেছেন। আমাদের এই এলাকার পূর্ব সর্দার পাড়া মসজিদ থেকে মালাদার পাড়া পুল সংলগ্ন রাস্তাটি পাকাকরণের আশ্বাস আপনি বিগত নির্বাচনের আগে আমাদের দিয়েছিলেন। এই এলাকায় প্রায় শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক আছেন যারা বর্ষাকালে অবর্ণনীয় অসহায়ত্ব রূপে স্কুলে যাতায়াত করেন। কারণ বর্ষাকালে এখানে হাটু থেকে কোমর পর্যন্ত কাদা-প্যাক পানিতে ডুবে থাকে। তাই মাননীয় এম.পি মহোদয়ের কাছে বিনীত নিবেদন আমাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমাদের জন্য যদি এই রাস্তাটি পাকাকরণ করে দেন তাহলে সর্দার পাড়ার মানুষ সশ্রদ্ধ চিত্তে আপনাকে স্মরণ রাখবে। 

ইতি পূর্ব সর্দার পাড়ার জনগণ এর পক্ষে

মোঃ তামজিদুল মাওলা (তানিন)