View Question 2227 views

Subject : সন্দীপের নীড বাংলাদেশের স্কুলের শিক্ষকদের বেতন প্রসঙ্গে

Avatar

Written By : Minhazur Rahman

মাননীয় এমপি, সালাম নিবেন। 

আপনার পিতা দ্বীপবন্ধু  মুস্তাফিজুর রহমান  সন্দ্বীপের একজন সফল এমপি ছিলেন।  অত্র অঞ্চলে   শিক্ষার প্রসারের জন্য নীড বাংলাদেশ নামে ৫ টি প্রাইমারি স্কুল গড়ে তুলেছিলেন।  টানা ১৩ বছর ধরে ওইখানের শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে আসছে। যদিও সরকার জাতীয় করণের ঘোষণা দিয়েছেন । কিন্ত অদ্যাবধি  সেইসব শিক্ষকদের  বেতন  চালু হয়নি। আপনার পিতাকে ভালোবেসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে শিক্ষকতাকে এখনো আঁকড়ে ধরে আছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন অতিবাহিত করছেন তাঁরা। আপনার কাছে সবিনয় নিবেদন উক্ত শিক্ষকদের পরিবার পরিজনের কথা বিবেচনা করে বিশেষ ভাবে হলেও  আপনার ব্যাক্তিগত উদ্যেগে তাঁদের বেতন প্রাপ্তির বিষয়টি অতি দ্রুত সমাধান হবে বলে আশাবাদী । এই বিষয়ে কোন উদ্যেগ  গ্রহণ করে থাকলে , তা জানালে কৃতজ্ঞ থাকব। 

আপনার সর্বাঙ্গীন  মঙ্গল কামনা করছি।

ধন্যাবাদ।