View Question 4350 views

Subject : হাটহাজারী থেকে নাজিরহাট সড়ক প্রশস্তকরণ

Avatar

Written By : Md. Abdullah Arman

শ্রদ্ধেয় স্যার, আসসালামু আলাইকুম.... 

আপনার নির্বাচনী এলাকার হাটহাজারী থেকে নাজিরহাট সড়কের যে দুর্দশা তা হয়তো আপনিও অবগত আছেন। কেননা আপনারও এই রাস্থা দিয়ে বাসায় আসা যাওয়া করতে হয়। এ সড়কে যানবাহনের চাপ এত বেশি যা জাতীয় মহাসড়কসমূহকেও হার মানায়। আর রাস্তা সরু হওয়ার জন্য প্রতিনিয়ত এ রাস্তায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আমার মনে হয় এ সড়কে যে পরিমাণ দুর্ঘটনা সংগঠিত হয় দেশের অন্যকোন সড়কে এতবেশি হয় কিনা তা আমার জানা নেই। তবে এটা নিশ্চিত এ সড়কে যেভাবে যানবাহন চলাচল করে দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। ইদানিং এ সড়কে খাগড়াছড়ি রোডের বড় বড় যানবাহনগুলোর সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হাটহাজারী থেকে নতুনরাস্তার মোড় পর্যন্ত সড়কটি অন্ততঃ আরো পাঁচ বছর আগে সম্প্রসারণ করা জরুরী ছিল। কিন্তু কেন জানি কোন এক অদৃশ্য কারণে এটা আর প্রশস্থ হচ্ছেনা। তাহলে অন্ততঃ পক্ষে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা হতে এলাকার নিষ্পাপ মানুষগুলো পরিত্রাণ পেতো। যাই হোক আপনাার নিকট হাটহাজারীবাসীর পক্ষে হয়ে দাবি একটাই অতিদ্রুত সড়কটি সম্প্রসারণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। এক্ষেত্রে প্রমাণস্বরূপ কোন ছবি বা ভিডিও পোষ্ট করলাম না কারণ আপনি নিজেই এই সড়কে যাথায়াতরত একজন নাগরিক। তাই আপনার নিকট বিনীত অনুরোধ এ বিষয়ে জরুরী ভিত্তিতে কোন পদক্ষেপ গ্রহণ করলে আমরা আপনার নিকট বাধিত হবো।

 

মোঃ আবদুল্লাহ আরমান

ফরহাদাবাদ ও হাটহাজারীবাসির পক্ষে একজন সচেতন নাগরিক