About Me: |
৩৫ আমাদের অধিকার বাংলাদেশ ছাত্রপরিষদ কর্তৃক ঘোষিত আগামী ২৭.০১.২০১৮ ইং তারিখ,রোজ শনিবার,সকাল ১১.০০ টায় সারাদেশের সকল বিভাগ ও সকল জেলায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে নুন্যতম ৩৫ বছর করার লক্ষ্যে যে বৃহত্তর কর্মসুচির ডাক দেয়া হয়েছে সেই ডাকে সারা দিয়ে আজ কয়েকটা দিন যাবত আমরা পাবনা জেলা কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কনকনে ঠান্ডায় কাজ করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়,কলেজ,হল/ হোস্টেল এবং মেসগুলোতে। ব্যাপক সারা জেগে উঠেছে পাবনাতে। ২৭ তারিখের কর্মসুচিতে আমরা সফলকাম হব ইনশাল্লাহ। রুটিন মাফিক আজকের কাজ শেষে রাত ৯ টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের (পাবনা) কলা ভবন চত্বরে ৩৫ প্রত্যাশী কর্মীদের একাংশ। নির্বিগ্নে ছুটে চলেছি আমরা ৩৫ প্রাপ্তির সদিচ্ছা নিয়ে। আপনি থেমে থাকবেন কেন? বেরিয়ে পড়ুন,জয় নিয়েই এবার ফিরব ইনশাল্লাহ। জয় হোক ৩৫ এর, জয় হোক বাংলাদেশ ছাত্রপরিষদের। |